প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর।
নাসিরনগর সদরের কামারগাঁও ঋষিপাড়ায় শিক্ষার আলো ছড়াতে চায় পথ শিশু কল্যান ফাউন্ডেশন।
নাসিরনগর উপজেলার সদরের ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত কামারগাঁও ঋষিপাড়া।
ঋষি সম্প্রদায়ের মানুষ সহজ ও সরল প্রকৃতির।
তারা সামাজিক ,অর্থনৈতিক ,শিক্ষাসুবিধা থেকে অবহেলিত ।
প্রতিটি শিশুই মেধা নিয়ে জন্ম গ্রহন করে ।কিন্তু শিশুর প্রতি সঠিক যত্ন আর ভালোবাসার অভাবে সেটা কুঁড়ি থেকেই ঝরে পড়ে।
পথ শিশু কল্যাণ ফাউন্ডেশন বিভিন্ন তথ্য ও অনুসন্ধান করে খুঁজে বের করে কামারগাঁও ঋষিপাড়ায় যায়।তারা জানতে পারে এখানের অনেক শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত ।সঠিক যত্ন ও ভালোবাসা পেলে তারাও একদিন শিক্ষার মশাল হাতে জ্বলে উঠতে পারে।তাই কামারগাঁও ঋষিপাড়ায় শিক্ষার আলো ছড়াতে চায় পথ শিশু কল্যাণ ফাউন্ডেশন।
শুক্রবার ১৭ মে বিকেলে ঋষিপাড়ার প্রতিটি ঘরে ঘরে তারা অভিভাবকদের মতামত গ্রহন করে এবং নিজেদের ইচ্ছেটা তাদের জানায়। বাংলাদেশ পথশিশু কল্যাণ ফাউন্ডেশন সারাদেশব্যাপী সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে।
তাদের সার্বিক তত্বাবধানে সারাদেশে এ পর্যন্ত ১০ টি অদম্য স্কুল রয়েছে। সংগঠনটির ব্রাহ্মনবাড়িয়া জেলা শাখার সভাপতি ও অদম্য এওয়ার্ডে ভূষিত দশম শ্রেনীর ছাত্র প্রিন্স বোরহান উদ্দিন জানায় সকলের সহযোগীতা পেলে আমরা কামারগাঁও ঋষিপাড়ায় অদম্য স্কু্ল-১১ চালু করতে চাই।
সে জন্য ইতিমধ্যেই ঋষিপাড়ার ঊষা রঞ্জন ঋষি,জিতেন্দ্র ঋষি, চিত্ত রঞ্জন ঋষি সহ অনেক মুরুব্বিদের সাথে তাদের কথা হয়েছে।
সবার মতামতের প্রেক্ষিতে খুব শ্রীঘ্রই স্থানীয় মেম্বার মোঃ আজদু মিয়ার সাথেও তারা যোগাযোগ করার সিদ্ধান্ত জানায়। এই সময় পথ শিশু কল্যাণ ফাউন্ডেশনের ব্রাহ্মনবাড়িয়া জেলা শাখার সাধারন সম্পাদক মেহেদী হাসান রাসেল, ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ , সাংবাদিক মোঃ আব্দুল হান্নান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অদম্য স্কুল গঠনের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের মেধা বিকাশে সংগঠনের সদস্যরা সেচ্ছাশ্রম ও নিজেদের অর্থায়নে বিনামূল্যে বই ,কলম,খাতা সহ বিভিন্ন শিক্ষা উপকরন বিতরন করে থাকে।