লিওনেল মেসিকে অধিনায়ক করে কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে ফিরেছেন সার্জিও অ্যাগুয়েরো ও পাওলো দিবালা। তবে, জায়গা পাননি মাউরো ইকার্দি।
রাশিয়া বিশ্বকাপের ৯ মাস পর, গেলো মার্চে জাতীয় দলের জার্সিতে আবারো মাঠে নামেন মেসি। সে ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে হারের তিক্ততা পেলেও, এবার কোপা আমেরিকায় দ্যুতি ছড়াতে প্রস্তুত তিনি। এছাড়া, ম্যানচেস্টার সিটির জার্সিতে দারুণ ফর্মে থাকায় আবারো দলে ফিরেছেন অ্যাগুয়েরো। খুব একটা ছন্দে না থাকলেও, স্কোয়াডে ঠাঁই হয়েছে দিবালার।
২৩ সদস্যের স্কোয়াডে আছেন ডি মারিয়া, ওটামেন্ডি ও মার্টিনেজের মতো তারকারাও। এদিকে, ইকার্দিকে বাদ দেয়ায় নানা বিতর্ক থাকলেও, নিজের দল নিয়ে বেশ আশাবাদী আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। আগামী ১৫ জুন গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।