মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা(প্রতিনিধি)
কুমিল্লার হোমনায় প্রানিসম্পদ অফিসের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন ভবনের উদ্বোধন করেন কুমিল্লা -২ (হোমনা – তিতাসের) সংসদীয় আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী বলেন বাড়ি বাড়ি গিয়ে হাঁস-মুরগী, গরু-ছাগল, ভেড়াসহ গবাদি পশু-পাখি পালনে গৃহস্থদেরকে উদ্বোদ্ধ করতে হবে, তাদেরকে লাভের হিসাব দেখাতে হবে। তাহলে তৃণমূল পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠী স্বাবলম্বী হতে পারবে। এতে করে তাদের ক্ষুধা -দারিদ্র্যতা দূরীকরণের পাশাপাশি কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। আর এসব পশু- পাখি পালনে গৃহস্থদেরকে উদ্বোদ্ধ ও সহযোগিতা দিতে হবে উপজেলা প্রাণীসম্পদ অফিস।
উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা সৈয়দ মো. নজরুল ইসলামের সভাপিতত্বে অন্যান্যাের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী, পৌরসভার মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা বেগম, জেলা পরিষদের সদস্য মো. মহিউদ্দিন খন্দকার, থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, সাংবাদিক ও রাজনীতি নেতৃবৃন্দ।