মো.নাছির উদ্দিন- হোমনা-কুমিল্লা(প্রতিনিধি)
ভেজালমুক্ত খাদ্য খাবো সুস্হ্য সবল জীবন গড়বো,
“খাদ্যের কথা ভাবলে, পু্ষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজান চর ইউনিয়নে ভেজালমুক্ত খাদ্য দ্রব্য সরবরাহ নিশ্চিত কল্পে সচেতনামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার দুপুর ১২ঘটিকা সময় উজান চর ইউনিয়নের পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সেন্টারফর কমিউনিটি ডেভেলমেন্ট এসিসটেন্স(সিসিডিএ) আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাঞ্ছারামপুর উপজেলার আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও উজান চর ইউপি চেয়ারম্যান কাজী জাদিদ আল-রহমান জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মো. তৌহিদুল ইসলাম বলেন,আমরা ভেজালমুক্ত খাদ্য থেকে নিজেদের পরিহার করতে হবে, আমরা সচেতন হতে হবে,প্রতিটি পণ্য দেখতে হবে মেয়াদ আছে কিনা, উৎপাদন কতো তারিখ, বিএসটি অনুমোদিত কিনা,আদালত যে ৫২টি পণ্য ভেজাল বলেছেন ঐ পণ্য আমরা ব্যবহার করবোনা,সবাইকে সচেতনতা থাকতে দিকনির্দেশনা দেন।
এসময় উপস্হিত ছিলেন উজান চর কে এন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্র ধর,
সাবেক ইউপি সচিব মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যাের মধ্যে বক্তব্য রাখেন উজান চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী পলাশ, উজান চর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হানিফ, ইউ পি সদস্য,রনরঞ্জন সাহা, মো.আক্কাছ মিয়া,খবির উদ্দিন খোকন,
এসময় আরো উপস্হিত ছিলেন,উজান চর কে এন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশাদুজ্জামান লোকমান হোসেন, রবিউল মাষ্টার, বাঞ্ছারামপুর উপজেলা সেচ্ছাসেবক লীগ সহসভাপতি মো.আবু কালাম,ব্যবসায়ী ইকবাল টেইলার্স,মো.নাছির উদ্দিন,আশরাফ আলী,ইব্রাহীম,সনজিত মজনু,নিতাই,হরিপদ,রাজু,কানু,আনোয়ার,ও উজানচর বাজার ব্যবসায়ী ও উজান চর কে এন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।