লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার ভূমধ্যসাগর উপকূলে নৌকা ডুবে নিহত ২৭ বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রাতে রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ দাবি করে।
এরই মধ্যে নৌকা ডুবিতে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধারের বিষয়টিও নিশ্চিত করেছে সেবা সংস্থাটি। নিহতদের বেশীর ভাগের বাড়ি সিলেট বিভাগে।
এছাড়া বাকিদের বাড়ি নোয়াখালীর চাটখিল, ঢাকার টঙ্গি ও কিশোরগঞ্জ এলাকায়। নৌকাডুবি থেকে বেঁচে ফেরা কয়েকজন বাংলাদেশির সঙ্গে কথা বলে নিহতদের পরিচয় সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।
এছাড়া বিজ্ঞপ্তিতে সংস্থাটি আরো জানায়, নৌকাডুবি থেকে বেঁচে ফেরা ৬ জনের বাড়ি শরিয়তপুরের নড়িয়া উপজেলায়। গত শনিবার বাংলাদেশ সময় ভোরে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় নৌকা ডুবিতে নিহত হন বিভিন্ন দেশের অর্ধশত অভিবাসি। যার মধ্যে বেশির ভাগই বাংলাদেশের নাগরিক।