এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে গড় পাসের হার ৮২.২০ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।
প্রধানমন্ত্রী লন্ডনে থাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।
এবছর সারাদেশে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। শিক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইটে ও বিভিন্ন মোবাইল অপারেটর থেকে মেসেজের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।
এজন্য এসএসসি বা দাখিল লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস লিখে ফল জানা যাবে। এছাড়া ফলাফল পাওয়া যাবে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইটে।