স্বপ্নীল ফাইনালের মঞ্চে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেমিফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে এগিয়ে আছে বাংলার কিশোরীরা। দারুণ এ জয়ে শুক্রবার ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ লাওস।
শুরু থেকেই আক্রমণে মঙ্গোলিয়ার রক্ষণভাগ ব্যস্ত করে তোলে বাংলাদেশের মেয়েরা। কিন্তু গোলের দেখা মিলছিলো না কিছুতেই। প্রথমার্ধের শেষ মুহুর্তে এসে সফল হয় লাল সবুজের প্রতিনিধিরা। ডি বক্সের ভেতর থেকে দুর্দান্ত কিকে গোল করেন মনিকা চাকমা। দ্বিতীয়ার্ধ্বেও আক্রমণের ধার বাড়িয়ে মঙ্গোলিয়ানদের কোণঠাসা করে রাখে ছোটন বাহিনী।
৬৯ মিনিটে মারজিয়ার গোলে লিড দ্বিগুন হয়। তবে, লিড বাড়ানোর অনেক সুযোগ থাকলেও বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে বাংলাদেশের মেয়েরা।
অবশ্য, ম্যাচের ৮৪ মিনিটে আর ভুল করেন নি বদলি হিসেবে নামা তহুরা খাতুন। তার গোলে ৩-০ গোলের ব্যবধানের দুর্দান্ত জয় পায় বাংলাদেশের মেয়েরা।
অসাধারণ ফুটবল খেলে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের মনিকা চাকমা।