‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ৭ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা কৃষি অফিসার মুুহাম্মদ আবদুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুুহাম্মদ মোসলেহ উদ্দিন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী, উপজেলা ভূমি অফিসের রুমি দাশ, নাজির বজলুর রহমান,পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ শরফুদ্দিন খাঁন সাদি, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুুহাম্মদ ইদ্রিস, আধুনগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সঞ্জিব চৌধুরী, ভূমি অফিসের নয়ন দাশ।
এছাড়াও উপজেলা জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউপির সচিবগণ, ডিজিটাল সেন্টারের সকল পরিচালকগণ, অন্যানারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপস্থিত সকল অতিথিবৃন্দরা।