কুড়িগ্রামে বিয়ে বাড়িতে কনের গহনা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষে কনের দাদী নিহত হয়েছেন। এ ঘটনায় বরসহ বরপক্ষের ১২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কনের দাদীর নাম তহুরন নেছা।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোলের হাট গ্রামের নূরজামাল হকের মেয়ে জেসমিন আক্তারের সাথে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টি ঘর এলাকার আলীফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বরযাত্রী আসে কনের বাড়িতে। ভোজ শেষে কনেকে সাজাতে গিয়ে বর পক্ষের দেওয়া গহনা নিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায় তা সংঘর্ষে রুপ নেয়। এ সময় কনে পক্ষের কয়েক জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় কনের দাদী তহুরন নেছাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে রাতেই কচাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
✪ আরও পড়ুন: কুড়িগ্রামে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে স্বামী আটক
ঘটনার সত্যতা স্বীকার করে কচাকাটা থানার ওসি গোলাম মর্তুজা জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।