ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে একে একে দুটি দুঃসংবাদ পেলো বাংলাদেশ!। সকালেই তাসকিনের ইনজুরির খবর সবাইকে ব্যথিত করে। এবার দুপুর গড়িয়ে বিকেলে জানা গেল ওয়ানডে সিরিজের পুরোটাতেই খেলা হচ্ছে না তামিম ইকবালের।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে। এর আগে, বুধবার (৩০ নভেম্বর) মিরপুরে ওয়ার্ম আপ ম্যাচ খেলার সময় কুঁচকিতে চোট পান তামিম। তাতে দুই সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। হাঁটুর স্ক্যান করানোর পর সুখবর পাওয়া যায়নি। যে কারণে খেলা হচ্ছে না ওয়ানডে সিরিজে।
যদিও তামিমের ছিটকে যাওয়ায় নতুন অধিনায়ক কে হবেন, সেটা নিয়ে এখনো কিছু জানায়নি বিসিবি। আগামী ৪ ডিসেম্বর বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি মাঠে গড়াবে।
এর আগে, এখনও জাতীয় দলের নেতৃত্ব কে দেবেন সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।