পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৯ শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া আরও চারজন শ্রমিক আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার (৩০ নভেম্বর) পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার ওরাকজি জেলায় এ ঘটনা ঘটে।
খাইবার পাখতুনওয়া পুলিশের উপকমিশনার আদনান ফরিদ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদনান ফরিদ বলেন, দুর্ঘটনার সময় খনিটিতে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। বাকি ৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
✪ আরও পড়ুন: ভারতে কারখানায় আগুন লেগে শিশুসহ নিহত ৬
আদনান ফরিদ আরও বলেন, সরকারের খনি দপ্তরের কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলেছেন, খনি থেকে জ্বালানি গ্যাসের নিঃস্বরণই এই বিস্ফোরণের জন্য দায়ী।
প্রসঙ্গত, পাকিস্তানে যে কয়েকটি কয়লাখনি রয়েছে, সবই খাইবার পাখতুনওয়ায়। কয়লার মজুতের জন্য খাইবার পাখতুনওয়া বেশ পরিচিত। আর এসব খনি এলাকায় দুর্ঘটনাও হরহামেশাই ঘটে।