তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলায় গতকাল সোমবার (২৮ নভেম্বর) গরু চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ ৩ গরু চোরকে আটক করা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াসিনুল হক জানান, গত ২৮ নভেম্বর বিকেলে সদর থানাধীন বড়হরতিলক গ্রামের জনৈক আব্দুল করিম তার বাড়ির সামনে তার পোষা গরু ঘাস খাওয়ার জন্য খুটি দিয়ে বেঁধে রাখেন। বিকেল অনুমানিক ৪ টার দিকে ৩ জন লোক সেই গরুকে একটি প্রাইভেট কার গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আশেপাশের লোকজন বিষয়টি দেখে প্রাইভেট কারটি অফিস বাজার থেকে মোকাম বাজার যাওয়ার পথিমধ্যে রাস্তার উপর আটক করে। গাড়ির ভেতর থেকে চুরি যাওয়া ডেকি বাছুর উদ্ধার করে।
সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আসামি ১। বাবলা মিয়া (২৯), ২। জগলু মিয়া (২৬), ৩। এমরানুল হক জনি (২৫) দেরকে আটক করে এবং চুরির কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করে।
✪ আরও পড়ুন: ফুলবাড়ীতে সাংবাদিক পরিচয়ে প্রতারণা, আটক-৩
আটককৃত ব্যক্তিরা সবাই মৌলভীবাজার জেলার রাজনগর থানার বাসিন্দা। আটককৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়।
গরুর মালিকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।