লিওনেল মেসি একজন নিপাট ভদ্রলোক হিসেবেই পরিচিত। তবে এই মেসির বিরুদ্ধে এবার জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে!
মেক্সিকোর পেশাদার বক্সার কানসেলো আলভারেস দাবি করেন, মেক্সিকোর জার্সি ও পতাকা দিয়ে ড্রেসিং রুমের ফ্লোর পরিষ্কার করেছেন আর্জেন্টাইন মহাতারকা! এজন্য তিনি মেসিকে টুইটারে হুমকিও দিয়েছেন!
শনিবার (২৬ নভেম্বর) মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। জয়ের পর ড্রেসিং রুমে নেচে-গেয়ে উদযাপন করছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা।
এক ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের বিভিন্ন সরঞ্জামের সঙ্গে মেক্সিকোর একটি জার্সিও মেঝেতে পড়ে আছে মেসির সামনে। একটা পর্যায়ে নিজের বুট খুলতে গিয়ে ওই জার্সিতে সামান্য পা লাগে মসির। দেখে মনে হচ্ছিল, তিনি জার্সিতে লাথি মারছেন! এই দৃশ্য দেখেই চটে গেছেন আলভারেস।
টুইটারে তিনি মেসিকে উদ্দেশ্য লিখেছেন, ‘তোমারা কী দেখেছ, মেসি আমাদের জার্সি ও পতাকা দিয়ে মেঝে পরিষ্কার করছে। ঈশ্বরের কাছে প্রাথর্না করুক মেসি, যেন আমার সামনে না পড়ে। আমি যেমন আর্জেন্টিনাকে শ্রদ্ধা করি, তারও মেক্সিকোকে সম্মান করতে হবে। আমি পুরো দেশের কথা বলছি না, মেসি যে বাজে কাজটি করেছে সেটার কথা বলছি!’