ডেঙ্গু জ্বরে প্রাণহানিতে সবচেয়ে ভয়ঙ্কর মাস ছিল নভেম্বর। চলতি বছর ২৬ নভেম্বর পর্যন্ত মোট মৃত্যু ২৪৪ জন। যার মধ্যে নভেম্বরের ২৬ দিনেই মারা গেছেন, ১০৩ জন।
তবে, গত দুই সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ৪ হাজার ৪৮০ জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। তবে পরের ৭ দিনে প্রাণহানি কমে হয় ১৮। আর আক্রান্ত নামে ৩ হাজার ৮৮৬ জনে।
কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশারের আশঙ্কা, আগামী বছরের এপ্রিল থেকে ফের বাড়বে প্রকোপ।
✪ আরও পড়ুন: স্বাচিপ’র সভাপতি জামালউদ্দিন, মহাসচিব কামরুল
তবে একে স্বাভাবিক প্রবণতা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক বে-নজীর আহমেদ। তিনি বলেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে, আগামী পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণভার স্থানীয় সরকারের বদলে স্বাস্থ্য বিভাগে স্থানান্তরের পরামর্শ এই বিশেষজ্ঞের। তার মতে, বিশ্বে বর্তমানে সংক্রমণশীল রোগের মধ্যে অন্যতম ডেঙ্গু।