আগামী সপ্তাহেই টুইটারে ভেরিফিকেশন প্রক্রিয়া চালু হবে বলে জানিয়েছেন ইলন মাস্ক। তবে এতে আরও বেশ কিছু নতুন ফিচার যুক্ত হচ্ছে। ব্যক্তি, সরকারি অ্যাকাউন্ট ও কোম্পানির ভেরিফিকেশনে একাধিক রঙ নিয়ে আসা হচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
টুইটারের নতুন মালিক সম্প্রতি জানান, পরবর্তী শুক্রবার থেকে নতুন ভেরিফিকেশন পরিষেবা চালু হবে। এর আওতায় বিভিন্ন ব্যক্তির ভেরিফায়েড অ্যাকাউন্টে নীল টিক থাকবে। সরকারি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ থাকবে ধূসর এবং বিভিন্ন কোম্পানির জন্য সোনালী টিক। তবে ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য ফি প্রযোজ্য হবে কি না এ বিষয়টি নিশ্চিত করেননি মাস্ক।
টুইটারের দায়িত্ব নেয়ার পর ৭ ডলার ৯৯ সেন্টের বিনিময়ে ভেরিফায়েড অ্যাকাউন্ট চালুর ঘোষণা দিয়েছিলেন মাস্ক। কিন্তু অল্প সময়ের মধ্যে বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট চালু এবং বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে ওই পরিকল্পনা স্থগিত করা হয়। বর্তমানে ৪ লাখেরও বেশি টুইটার অ্যাকাউন্টে ব্লু টিক রয়েছে।
সাধারণত এগুলো বিভিন্ন সেলিব্রেটি, রাজনীতিবিদ, সাংবাদিক, সরকারি বিভাগ ও করপোরেশনগুলোর অ্যাকাউন্ট। মাস্ক বলছেন, নতুন নীতিমালায় সেলিব্রেটি হউক বা না হউক সকলেই ব্লু টিকের জন্য বিবেচিত হবেন। আগামী সপ্তাহে এ নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান মাস্ক।
/কেএইচএস/