মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠেয় ফিফা ফুটবল বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে মাঠে নেমেছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন ও আমেরিকা মহাদেশের দেশ কোস্টারিকা। ম্যাচের শুরুতেই গোলের বন্যা বইয়ে দিয়েছে লুইস এনরিকের দল।
স্পেনের ফরোয়ার্ডরা একে একে তুলে নিয়েছে তিনটি গোল। তাতে কোস্টারিকার বিপক্ষে ম্যাচের শুরুতেই তিন গোল করায় জয়ের পথ তৈরি হয়ে গেছে স্প্যানিশদের।
✪ আরও পড়ুন:
বুধবার (২৩ নভেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত স্পেন। কোষ্টারিকার ডি-বক্সে শুধু গোলরক্ষককে পেয়েও গোল দিতে পারেননি ওলমো। তার দুর্বল আকৃতির শট গোলবারের বাইরে দিয়ে যায়। গোল পোস্টের ৪০ গজ দূর থেকে বাম দিক দিয়ে অসাধারণ ক্রস করেন পেদ্রি, কিন্তু ওলমো কাজে লাগাতে পারেননি। তবে সেই ভুল আর করেননি ওলমো।
১১তম মিনিটে দানি ওলমোর দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় স্পেন। তার দশ মিনিট পর সেই তালিকায় নাম লেখান মার্কো অ্যাসেনসিও। আর ৩১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফেরান তোরেশ।
✪ আরও পড়ুন:
✪ বিশ্বকাপে আমাদের টিম নেই, এটা কষ্ট দেয়: প্রধানমন্ত্রী ✪ প্রথম ম্যাচে হেরেও বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে, পারবে তো আর্জেন্টিনা? |