ঢাকার আদালত চত্বর থেকে মুত্যুদন্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত জুড়ে বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলম ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল রহমান।
জানা গেছে, মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই জঙ্গি যাতে পালিয়ে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফুলবাড়ী উপজেলার ৩৬ কিলোমিটার ভারতীয় সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
বুধবার উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, সীমান্ত এলাকাগুলোতে বিজিবি’র অতিরিক্ত টহল জোরদার করা
হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ন স্থান গুলোতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ সতর্ক অবস্থা চলমান থাকবে বলে সুত্র জানিয়েছে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গোটা উপজেলায় পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলম জানান, ফুলবাড়ী উপজেলার গোটা সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে এবং বিশেষ বিশেষ স্থানে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।