আজ মঙ্গলবার (২২ নভেম্বর) ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র সোলোমন দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পে রাজধানী হোনিয়ারার কিছু অংশ বিদ্যুদ্বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ২০ সেকেন্ড। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে উপকূলের অন্তত ৩০০ কিলোমিটার এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। খবর- এএফপি।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিকম্পের সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে লোকজন ঘরবাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।
এদিকে, শুরুতে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৩ উল্লেখ করা হলেও পরে তা ৭ মাত্রার বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।