মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের ২২তম আসরে মাঠে গোলের লড়াইয়ের যুদ্ধ জমে উঠেছে। যেখানে বিশ্বকাপের দ্বিতীয় দিনে ইউরোপের দেশ নেদারল্যান্ডস এবং আফ্রিকার পরাশক্তি সেনেগাল মুখোমুখি হয়েছে। ডাচদের বিপক্ষে তারকা ফুটবলার সাদিও মানেকে ছাড়াও সমানে সমান লড়াই করছে সেনেগাল। তবে কোনো দল গোলের দেখা পায়নি। ফলে প্রথমার্ধের ৪৫ মিনিট শেষে গোলশূন্য ড্র রয়েছে ম্যাচটি।
সোমবার (২১ নভেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের এই ম্যাচে গতিময় ফুটবল উপহার দেয় দল দুটি। তবে দুই দলই সমানে সমানে লড়াই করলেও গোল শূন্য সমতায় শেষ হয়েছে প্রথমার্ধ। ফুটবল ঐতিহ্য ও শক্তিতে বেশ এগিয়ে সমৃদ্ধ ইউরোপের দেশ নেদারল্যান্ডস। তবে তৃতীয় বিশ্বকাপ খেলতে আসা সেনেগাল যে ছেড়ে কথা বলবে না সেটা ম্যাচের প্রথমার্ধে তারা দেখিয়ে দিয়েছে। বল দখলে ডাচরা ৫৩ শতাংশ নিজেদের দখলে নিয়ে রেখেছিল। যেখানে তারা ৩টি শট গোলবারের লক্ষ্যে রাখতে পেরেছিল। তবে তার একটিও লক্ষ্যবস্তুতে নিতে পারেনি ফ্রেঙ্কি ডি ইয়ং-স্টিভেন বার্গুইনরা।
বিপরীতে সেনেগালের নিয়ন্ত্রণে বল ছিল ৪৭ ভাগ। যেখানে তারা ২টি শট নিয়ে পেরেছিল গোলপোষ্টে। যার একটি আবার ছিল লক্ষ্যে। কিন্তু সেখান থেকে সেনেগালও গোল আদায় করতে পারেনি। তবে ফন গালের ইউরোপিয়ান গতির সাথে সমান বলের পজিশন পায়ে রেখেছে আলিউ সিসের শিষ্যরা।
ফলে দুই দল গোল দেওয়ার যেমন সুযোগ তৈরি করেছে, তেমনি গোল হজম করারও শঙ্কায় পড়েছিল। দ্বিতীয়ার্ধে ওই গতি ও আক্রমণাত্মক ফুটবল ধরে রাখতে পারলে ডাচদের বিপদে ফেলে দিতে পারে সেনেগালও।