ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত বৃহস্পতিবার ১৭ নভেম্বর সরকারের কৃষি প্রণোদনা প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে শীতকালীন ফসলের বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে এদিন দুপুরে উপজেলা পরিষদ কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যন শাহরিয়ার আজম মুন্না ও ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। বিতরণ কার্যক্রমে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপঃ আ.লীগ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, স্থানীয় এমপি’র প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়দুদ বিন নূর আলিফ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ব্যাক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত কৃষক-কৃষাণীদের প্রত্যেককে ২০ কেজি গম,ভূট্টা,সরিষা বীজ এবং ডিএপি ও এমওপি ২০ কেজি করে সার দেয়া হয়।