হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের নবনির্মিত প্রধান ফটক গতকাল সোমবার (১৪ নভেম্বর) রাতে উদ্বোধন করা হয়েছে। এদিন রাতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ওই ফটকের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
এ সময় ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, প্রকল্প কর্মকর্তা স্যামুইল মার্ডি, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক-সামজিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ভাইস চেয়ারম্যান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে রাণীশংকৈল আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ-হিল-বাকীর পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
প্রসঙ্গত: উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধায়নে নব নির্মিত এই ফটকটি পরিষদের শোভাবর্ধনের বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে বলে স্থানীয়রা জানান।