ভারতের হলদিবাড়ি- চিলাহাটি হয়ে মংলাপোট রেলপথ ব্যবহার করে বাণিজ্যিক সুবিধা ভোগ করতে ভুটানের একটি প্রতিনিধি দল চিলাহাটি ষ্টেশনের নির্মানাধীন উন্নয়ন মুলক কাজসহ রেলপথ পরিদর্শন করেন। বৃহস্পতিবার সকালে বুড়িমারী দিয়ে প্রবেশ করে রংপুরে অবস্থানের পর সড়ক পথে চিলাহাটি আসেন।
চিলাহাটি রেলওয়ের রেষ্ট হাউজে রেলের কর্মকর্তাদের সাথে ঘন্টাখানিক বৈঠক শেষে রেলপথসহ ষ্টেশনের উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন ভুটানের প্রতিনিধি দল।
১৮ সদস্যর ভুটানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভুটান গেলপুর রোড সেপ্টি এন্ড টেন্টাসপোট অথোরটি চিফ রেজোনাল অফিসার সোনাম চপেল, সামডাব জংজিকার রোড সেপ্টি এন্ড টেন্টাসপোট অথোরটি অফিস চিফ রেজোনাল টেনাসপোট অফিসার টিনলে টব গায়েল, ইকোনোমী এন্ড টেক ডিপ্লমী চিফ তারিং লাদাং, সাইন্স এন্ড টেকনলজি ডিভিশনের চিফ কামা এস টসর।
এসময় রেলওয়ের পশ্চিম জোনের চিফ কমাশিয়াল অফিসার সুজিত কুমার মজুমদার, ডিভিশনাল ম্যানেজার শাহ্ সূফি নুর মোহাম্মদ, ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মমতাজুল ইসলাম, পাকশী ডিবিশনের প্রকৌশলী-২ প্রকল্প পরিচালক আব্দুর রহিম, ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাসট্রাকচারের প্রকল্প ব্যবস্থাপক রোকনুজ্জামান সিয়াবসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে রেলওয়ের পশ্চিম জোনের চিফ কমাশিয়াল অফিসার সুজিত কুমার মজুমদার সাংবাদিকদের বলেন, ভূটানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশের রেলপথ ব্যবহার করে তাঁদের বাণিজ্য সুবিধার জন্য চিলাহাটি রেলপথ পরিদর্শনে আসেন।
তারা চিলাহাটি দিয়ে মংলাপোট ব্যবহার করে কলকাতা দিয়ে বর্হিবিশ্বে ব্যবসা বাণিজ্য করতে চায়। আমাদের এই রেলপথ তাঁরা ব্যবহার করলে আমরা আর্থিক ভাবে অনেক লাভবান হবো।