জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করেছে বাঙালি জাতি। ১৪২৫ সালকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর ১৪২৬। পহেলা বৈশাখের এই আনন্দময় মুহূর্তকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বিশেষ ডুডল প্রকাশ করেছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল।
রোববার নববর্ষ উদযাপন উপলক্ষে গুগল তাদের হোমপেজটি সাজিয়েছে পহেলা বৈশাখের আমেজে।
এ ডুডলে ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। সবুজ জমিনের ওপর রঙিন শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা থেকে বের হওয়ার আদলে ডুডলে শোভা পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে ওই শোভাযাত্রাটি।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে বিভিন্ন দেশের জাতীয় দিবস বা বিশ্বব্যাপী পালিত আন্তর্জাতিক দিবস ও বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্মদিন, মৃত্যুদিনেও হোম পেজে এই পরিবর্তন আনে গুগল। সর্বশেষ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসটিকে ডুডলের মাধ্যমে উদযাপন করে গুগল।
সূত্র : আর টি ভি