ভারতের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ও দেশটির বিখ্যাত প্রযোজক রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তারের পর জামিন পেয়ে একেবারে নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হওয়া শুরু করেন। জামিনের পর থেকেই মুখে বিভিন্ন ধরণের মুখোশ পরে গণমাধ্যম এবং লোকালয়ে ঘুরেন তিনি।
তার এই মুখোশ পরার বিষয়টি নিয়ে সবার মাঝেই কৌতূহল থাকলেও এতদিন জানা যায়নি এর কারণ। তবে এবার এই ব্যাপারে মুখ খুলেছেন স্বয়ং রাজ কুন্দ্রা। তিনি বলেন, ‘সাধারণ মানুষের জন্য আমি মুখোশ পরি না। আমি মিডিয়ার ক্যামেরা এড়িয়ে চলার জন্য এটি করছি। আমাকে মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হয়েছে, এতে আমি খুব আহত হয়েছি। গণমাধ্যমও আইনের ঊর্ধ্বে নয়।’
প্রসঙ্গত, শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি বানানোর অভিযোগে ২০২১ সালের ১৯ জুলাই গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করার। সেসময় তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের ৪২০ (প্রতারণা), ৩৪, ২৯২ ও ২৯৩ (অশ্লীল ছবি ও অশালীন বিজ্ঞাপন তৈরি এবং তা প্রচার) ধারায় মামলা দায়ের করা হয়। ওই বছরেরই ১৫ সেপ্টেম্বর রাজের বিরুদ্ধে মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টে ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় মুম্বাই পুলিশ। পরে ১৮ সেপ্টেম্বর মহারাষ্ট্র আদালতে জামিন আবেদন করলে ২০ সেপ্টেম্বর ৫০ হাজার রুপি ব্যক্তিগত বন্ডে জামিন পান রাজ।