প্রথম ৬ ওভারে উইকেটে না হারিয়ে বাংলাদেশ তোলে ৬০ রান। এর পুরো কৃতিত্ব ছিল ওপেনার লিটন দাসের। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিলেও পাওয়ার প্লে-তে ভারতের কোনো পরিকল্পনাই কাজে লাগছিল না তার ব্যাটিংয়ের কারণে।
বুধবার (২ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আশা জাগিয়েও ভারতের কাছে ৫ রানে হেরেছে বাংলাদেশ। তবে এই জয়ের পরেও লিটনকে নিয়ে এখনও চলছে ভারতীয় শিবিরে।
কেএল রাহুল জানান, ‘প্রথম ৬ ওভারে আমাদের পরিকল্পনার কিছুই কাজে লাগছিল না। আমার মনে হয়, লিটন দাস ভিন্ন রকমের এক ইনিংস খেলেছে। এই ধরনের ইনিংস বোলিং ও ফিল্ডিংকে ভীষণ চাপে ফেলে দেয়। সে একদম যথাযথ ক্রিকেট শট খেলছিল। আমাদের বোলারদের ভালো বলেও সে মেরে দিচ্ছিল। এই ইনিংস আমাদের চাপে ফেলে দিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘তবে আমরা নিজেদের উপর আস্থা রাখছিলাম যে পাওয়ার প্লের পর খেলায় ফিরতে পারব। পাওয়ার প্লের পরে (সপ্তম ওভারে) আকসার (প্যাটেল) এসে এক ওভার ভালোও করেছিল। বৃষ্টি না এলেও তাদের উপর আমরা হয়তো নিয়ন্ত্রণ নিয়ে আসতাম।’