ইসরাইলের পরমাণু অস্ত্র ধ্বংসের পক্ষে রায় দিয়েছে বেশিরভাগ দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদে তোলা এক প্রস্তাবে ইসরায়েলের বিপক্ষে রায় দেয় ১৫২টি দেশ।
চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের পরমাণু অস্ত্র ধ্বংস সম্পর্কিত এই প্রস্তাব তোলা হয়। প্রস্তাবের পক্ষে রায় দেয়া ১৫২ দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। প্রস্তাবের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র, কানাডাসহ ৫ দেশ। ভোট দেয়া থেকে বিরত থাকে ব্রিটেন, ভারতসহ ২৪টি দেশ। মিশরের পক্ষ থেকে জাতিসংঘে এই প্রস্তাব উত্থাপন করা হয়।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ইসরাইলের কাছে ৮০ থেকে সর্বোচ্চ ৪০০টি পরমাণু ওয়ারহেড রয়েছে। তবে পরমাণু অস্ত্র থাকার পক্ষে বা বিপক্ষে কখনোই কোনো মন্তব্য করেনি তেল আবিব।