মৌলভীবাজারের কমলগঞ্জে বানিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার ভানুগাছ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে ও কমলগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে সরকার নির্ধারিত দামে চিনি প্রাপ্তি নিশ্চিত না করে অতিরিক্ত দামে চিনি বিক্রয় করা, পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করা, পাকা ভাউচার খুচরা ব্যবসায়ীদের না দেওয়াসহ চিনির বাজারে অস্থিরতা সৃষ্টির বিভিন্ন অনিয়মের দায়ে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে অবস্থিত মেসার্স পূজা এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা তাৎক্ষনিক আদায় করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ও বাজারকে অস্থির পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়মিত তদারকি করে যাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।