ফুটবলের জাদুকর লিওনেল মেসি। জিতেছেন ৭টি ব্যালন ডি’অর পুরস্কার। ফুটবল ইতিহাসে এর আগে কেউ এতো সংখ্যক ব্যক্তিগত পুরস্কার জেতেনি। মেসির আরেক নাম রেকর্ডের রাজপুত্র।
মঙ্গলবার (২৬ অক্টোবর) আর্জেন্টাইন ফরোয়ার্ড ইসরাইলি ক্লাব মাকাবি হাইফার বিপক্ষে করেছেন জোড়া গোল ও অ্যাসিস্ট।
আর তাতেই নতুন করে রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। গ্রুপ পর্বের ম্যাচে মাকাবি হাইফাকে ৭-২ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচে মেসি করেছেন জোড়া গোল। সাথে রয়েছে দুটি অ্যাসিস্ট।
অর্থাৎ সরাসরি ৪ গোলেই অবদান তার। তাতেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ইতিহাস গড়েছেন মেসি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে মাকাবি হাইফার বিপক্ষে ২টি সহ মেসির মোট গোলসংখ্যা এখন ৮৫ ম্যাচে ৮০টি। অপরদিকে রোনালদোর গোলসংখ্যা ৭৩টি।
মেসির আরেকটি রেকর্ডও রোনালদোকে পেছনে ফেলেই। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল ও অ্যাসিস্ট করার কীর্তি এখন তার দখলে। ৩৫ বছর ১২৩ দিন বয়সে এই রেকর্ড গড়লেন মেসি।