চ্যাম্পিয়নস লিগের মঞ্চে অঘটনের শিকার হলো জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ।
ইউরোপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে রেড বুল লাইপজিগের মাঠে স্বাগতিকদের বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছে। চলতি আসরে এটিই প্রথম হার রিয়ালের।
রেড বুল অ্যারেনায় লাইপজিগ ৩-২ গোল ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির দলকে। এই হারে যদিও গ্রুপের শীর্ষস্থান কিংবা পরের রাউন্ডে যেতে কোনো সমস্যার মুখে পড়েনি রিয়াল শিবির। তবে এদিন লাইপজিগের মাঠে বল দখল ছাড়া অন্য কিছুতে স্বাগতিকদের ছাড়িয়ে যেতে পারেনি লস ব্লাঙ্কোসরা।
ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক খেলা জার্মান ক্লাবটি ম্যাচে প্রথম গোল আদায় করে নেয়। কর্ণার কিক থেকে লাইপজিগের পক্ষে বল জালে জড়ায় ক্লাবটির ক্রোয়েশিয়ান ডিফেন্ডার জোস্কো ভারদিওল। যদিও প্রথমে এই ক্রোয়েট ডিফেন্ডারের হেড ঠেকিয়েই দেন রিয়াল গোলরক্ষক থিবাউ কর্তোয়া। তবে ভারদিওল ফলো থ্রুতে বল জালে জড়িয়ে শুরুতেই রিয়ালের বিপক্ষে দলকে ১-০ গোল ব্যবধানে এগিয়ে দেন।
গোল দিয়ে রিয়ালকে আরও মারাত্মকভাবে চেপে ধরে জার্মান ক্লাবটি। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে রিয়ালের ডিফেন্ডারদের। চাপ ধরে রেখেই ১৮তম মিনিটেই ম্যাচে ২-০ গোল ব্যবধানে এগিয়ে যায় লাইপজিগ। এবারও কর্ণার কিক থেকে বল জালে জড়ান লাইপজিগের মিডফিল্ডার ক্রিস্টোফার এনকুঙ্কু।
ম্যাচে জোড়া গোলে পিছিয়ে আক্রমণের ধার বাড়ায় রিয়ালও। সুযোগও তৈরি করেন দলটির স্ট্রাইকার। তবে নিজেদের প্রথম গোল পেতে প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় লস ব্লাঙ্কোসদের। ৪৪তম মিনিটে মার্কো আসেনসিওর অ্যাসিস্ট থেকে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস।
দ্বিতীয়ার্ধে দুই দলই সমান তালে লড়তে থাকে। তবে দ্বিতীয়ার্ধের প্রথম ৩৫ মিনিট গোলের দেখা পায়নি কেউই। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে ৮১তম মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে ম্যাচ থেকে ছিটকে দেন জার্মান ফরোয়ার্ড টিমো ওয়েরনার। তার গোলে ৩-১ গোল ব্যবধানে এগিয়ে ম্যাচের জয় প্রায় নিশ্চিত করে লাইপজিগ।
তবে রিয়াল মাদ্রিদের কাছে শেষ বলতে কিছুই নেই, অন্ততপক্ষে চ্যাম্পিয়নস লিগে। এদিনও শেষের চমক দেখাতে চেষ্টা চালায় রিয়াল। তবে খেলার ইনজুরি সময়ে রদ্রিগো পেনাল্টি থেকে বল জালে জড়ালে গোল ব্যবধান কমানো ছাড়া আর কোনো সুবিধা পায়নি রিয়াল। শেষ পর্যন্ত ৩-২ গোল ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির দল।