মিয়ানমারে কনসার্টে জান্তা বাহিনীর বিমান হামলায় ৮০জন নিহতের খবর পাওয়া গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের ওই কনসার্টটি চলছিলো। নিহতদের সবাই সংখ্যালঘু কাচিন জাতিগোষ্ঠীর মানুষ। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর-এপি।
আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) -এর প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় রাতে কাচিন জাতিগোষ্ঠীর প্রধান রাজনৈতিক সংগঠন কাচিন ইন্ডিপেনডেন্স অর্গানাইজেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই উৎসবটির আয়োজন করা হয়। উৎসবে সংগঠনটির নেতা-কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠান টার্গেট করে ওই বিমান হামলা চালানো হয়।
মিয়ানমার সংকট নিয়ে ইন্দোনেশিয়ায় আগামী বৃহস্পতিবার (২৭ অক্টোবর) একটি শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের মাত্র তিনদিন আগে নাগরিকদের ওপর ভয়াবহ এ হামলা চালানো হলো। এতে ৮০ জন নিহত হয়।
উল্লেখ্য, গত বছর ১লা ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। আটক করে সু চির রাজনৈতিক নেতাদের। এরপর থেকেই মূলত মিয়ানমারে অস্থিতিশীলতা দেখা দেয়। সুত্রঃ এপি।