ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে আট জেলায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার (২৪ অক্টোবর) মধ্যরাতে আঘাত হানা সিত্রাং বাংলাদেশ অতিক্রম করেছে। এ সময় ভয়াবহ ঘূর্ণিঝড়ের নোয়াখালী, ভোলা, বরিশাল ও কক্সবাজারসহ উপকূলের বিভিন্ন এলাকায় ৬-৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়।
আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর-
কুমিল্লা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকায় রাত ১০টার দিকে গাছচাপা পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। এরা হলেন- হেসাখাল খামারপাড়া গ্রামের নিজাম উদ্দিন (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৪) এবং তাদের ৪ বছরের শিশু সন্তান লিজা।
সিরাজগঞ্জ: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে উত্তাল যমুনা নদীতে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। রাত ১১টার দিকে সিরাজগঞ্জের সয়দাবাদের পূর্ব মোহনপুরে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ৫ জন আরোহী ছিলেন। তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও মা ও ছেলের মৃত্যু হয়। তাদের পরিচয় এখনও জানা যায়নি। সদর থানার ওসি (অপারেশন) সুমন কুমার এ তথ্য নিশ্চিত করেন।
ব্রাহ্মণবাড়িয়া: ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে স্থলসীমা অতিক্রম করার সময় কসবা গোপীনাথপুরে ঘরে গাছচাপায় জয়নাল আবেদিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীও। সোমবার রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় গাছচাপায় তার মৃত্যু হয় বলে জানান জেলা প্রশাসক মো. শাহবীর আলম।
এ ছাড়াও, নড়াইল ও শরীয়তপুরে আরও ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।