মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনে একটি সংগীত উৎসবে বিমান হামলা চালিয়েছে। এতে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গতকাল রোববার (২৩ অক্টোবর) কাচিনের হপাকান্ত শহরের সংগীত উৎসবে বিমান হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
এদিকে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমারের নির্বাসিত একজন সাংবাদিক তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছেন। মিয়ানমারের বিরুদ্ধে বেসামরিকদের ওপর হামলায় অত্যাধুনিক যুদ্ধবিমান ব্যবহারের অভিযোগ রয়েছে। ইয়াক-১৩০ মডেলের এই যুদ্ধবিমানটির ডকুমেন্টেড গ্রাউন্ড অ্যাটাক ক্ষমতা রয়েছে
কাচিন নিউজ গ্রুপের বরাত দিয়ে সিজিটিএনের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের কাচিন প্রদেশের হপাকান্ত শহরে অনুষ্ঠিত একটি সঙ্গীত উৎসবে রোববার বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে কাচিন জাতিগোষ্ঠীর অনেক বিনোদনকারী এবং শিল্পীসহ ৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন।
মিয়ানমারের নির্বাসিত সাংবাদিক মরাট কিয়াও থু তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এ তথ্য জানান। পাশাপাশি মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতি ও চীনা গণমাধ্যম সিজিটিএনও এই বিমান হামলার তথ্য প্রকাশ করেছে। তবে সেখানে বিমান হামলায় মৃতের সংখ্যা ৩০ জনের বেশি বলে জানানো হয়েছে।