আর্জেন্টাইন প্রয়াত কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। বিশ্বের বুকে তিনি ‘ফুটবল ঈশ্বর’ বলেই অধিক পরিচিত। এই কিংবদন্তির ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত গোলগুলোর মধ্যে ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলটি অন্যতম।
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোলটি করেছিলেন ম্যারাডোনা। সেটি রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় বিশ্বকাপ উঁচু করে পৃথিবীকে দেখাতে পেরেছিলেন তিনি। কিন্তু সেই একই পথে হেঁটে ধরা খেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি রেফারির চোখ ফাঁকি দিতে পারেননি। নায়িকার গোলটি বাতিল করা হয়েছে।
গত শনিবার (২২ অক্টোবর) ‘দামাল’ সিনেমার প্রচারে বিশেষ এক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলার ফলাফল ১-১ গোলে ড্র। সেই ম্যাচেই ঘটেছে এমন কাণ্ড।
মিম বলেন, ‘ম্যারাডোনার মতো করে কিছু করে দেখাতে চাইলাম!’
বসুন্ধরা কিংস এরেনায় আয়োজিত এই প্রীতি ম্যাচে ‘দামাল’ টিমকে অনুপ্রেরণা দিতে মাঠে হাজির হয়েছিলেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী, অভিনেতা জাহিদ হাসান, রিয়াজ, ফেরদৌস, এফ এস নাঈম, সোহেল মণ্ডল, অভিনেত্রী নিপুণ, সুনেরাহ বিনতে কামালসহ অনেকেই।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সময় গঠিত হওয়া স্বাধীন বাংলা ফুটবল দলের গল্পে নির্মিত হয়েছে ‘দামাল’। রায়হান রাফির পরিচালনায় এতে প্রতিবাদী এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মিম। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমি, নাজমুস সাকিবসহ আরও অনেকে।