মাত্র ২৬ বছর বয়সী ইরানি বংশোদ্ভূত তরুণী রোমিনা পৌরমোখতারি সুইডেনের মন্ত্রী হয়েছেন। দেশটির জোট সরকার সম্প্রতি তাকে জলবায়ু ও পরিবেশমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। খবর গ্লোবাল টাইমসের।
গত মঙ্গলবার (১৮ অক্টোবর) সুইডেনের নতুন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন তার মন্ত্রিসভা ঘোষণা করেন। মন্ত্রীদের ২৪ জনের মধ্যে ১১ জনই নারী। নাম ঘোষণার পর পরই মন্ত্রীর দায়িত্ব নেন রোমিনা।
দেশটির লিবারেল পিপলস পার্টির রাজনীতিক রোমিনা পৌরমোখতারি। তিনি দলটির যুব শাখার প্রধানের দায়িত্বে রয়েছেন।
সুইডেনের স্টকহোম শহরের ইরানি বংশোদ্ভূত একটি পরিবারে রোমিনার জন্ম। সুইডেনের রাজনৈতিক অঙ্গনে রোমিনাই কেবল একমাত্র ইরানি বংশোদ্ভূত নারী নন। এ বছর জুনে আলোচনায় এসেছিল আরেকজন ইরানি বংশোদ্ভূত কুর্দি নারী আমিনেহ কাকাবাভেহর নাম। আমিনেহ সুইডেনে স্বতন্ত্রভাবে লড়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
উলফ ক্রিস্টার্সন এতদিন পর্যন্ত লিবারাল পার্টির যুব সংগঠনের প্রধান ছিলেন। রাজনৈতিক ক্যারিয়ারে এর আগে পরিবেশ সংক্রান্ত কোনও দায়িত্ব সামলাননি তিনি। অতীতে তিনি ক্রিস্টার্সনের কড়া সমর্থক ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার সুইডেনের জোট সরকার ক্ষমতায় এসেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ক্রিস্টার্সন মন্ত্রিসভা ঘোষণা করেন। নতুন মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রীর মধ্যে ১১ জন নারী। ক্রিস্টার্সন নতুন মন্ত্রী পদের ঘোষণা দিয়েছেন। রাশিয়ার সাথে রাজনৈতিক টানাপোড়েনের কারণে সুইডেনের মন্ত্রিসভায় সিভিল ডিফেন্স সিস্টেম নামে একটি নতুন পদ আনা হয়।