ফেসবুকে নির্বাচকদের বিরুদ্ধে বিতর্কিত পোস্ট করে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন পেসার মেহেদি হাসান রানা। ২৫ বছর বয়সী এই বাঁহাতি পেসার গত ১১ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে পোস্ট করেন।
দীর্ঘ স্ট্যাটাসে তিনি এখনো জাতীয় দলে খেলার সুযোগ পাননি বলে হতাশা প্রকাশ করে। একটি লাইনে আবার একজন নির্বাচককেও দায়ী করেছেন। পরে অবশ্য নিজেই সে পোস্ট ডিলিট করেন। এই ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদও করে বোর্ড।
যেখানে নিজের অপরাধ স্বীকার করে নেন মেহেদি রানা। যার ওপর ভিত্তি করে সোমবার (১৭ অক্টোবর) তাকে এক মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করে বোর্ড।
বিসিবির এক বিবৃতিতে জানায়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের নির্বাচক প্যানেলের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় মেহেদি রানাকে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল।
এরপর তিনি বিসিবি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন এবং নিজের দোষ স্বীকার করে নেন।
যেহেতু তিনি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন, সেহেতু তাকে এক মাসের নিষেধজ্ঞার শাস্তি দেয়া হয়েছে। আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি খেলতে পারবেন।’