কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস- উদযাপন করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী ও সায্য কেন্দ্র আয়োজিত এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ। জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
“দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি” শিরোনামে আলোচনাসভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হুমায়ুন কবির, জেলা পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক ফায়সাল আহম্মেদ, সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোহতাসিমবিল্লাহ এবং আশার আলো অটিষ্টিক স্কুলের প্রধান শিক্ষক অছিম উদ্দিন।
পরে ১৫ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে স্মার্ট সাদাছড়ি বিতরন করা হয়।