হায় স্তব্ধতা!
সাবিনা সিদ্দিকী শিবা
কতদিন বন্দী ঘরের চার দেয়ালে,
দেখিনা জন মানবের কোলাহল।
সঙ্গিবিহীন জীবনে আজ,সঙ্গি হলো,
পলেস্তার খসে পরা ফেকাসে ইটগুলো,
আর পোকা মাকড় খাওয়া পেট মোটা টিকটিক গুলো,
ঘোলাটে চোখে চেয়ে দেখি অবিরত,
আজ আমার বের হওয়ার অবকাশ নেই,
নেই টিকটিকির মতো স্বাধীন জীবন!
আমার জীবন থেমে আছে চার দেয়ালে,
স্তব্ধতা রুদ্ধ আমার কন্ঠনালী,
চোখের জল শুকিয়ে ঘোলাটে হয়ে আছে,
আমি চেয়ে আছি পলেস্তার খসা ইটের দিকে,
কি সুন্দর টিকটিক গুলো ঘুরছে ইটের ফাঁকে,
তাদের প্রিয় জনের মাথায় তুলে দিচ্ছে মমতা হাত,
আচ্ছা,
যদি কখনও থেমে যায় এই ক্রান্তিলগ্ন,
তুমি কি আমাকে নিয়ে ঘাসের গালিচায় হাঁটবে?
হাত ধরে মটরশুঁটি ক্ষেতের আইলে বসে,
শুনবেকি রাত জাগা ঝিঁঝিঁপোকার কলতান?
চুলে গুঁজে দিবে কি কলমিলতা ফুল?
খুব ইচ্ছে করছে তোমাকে নিয়ে মাঝ রাতে,
খড়ের গাধায় উপরে বসে পূর্নিমার চাঁদ দেখতে,
কিন্তু,,
আমার গায়ে সামান্য জ্বর শুনে সেই যে গেলে,
আজও তোমার কোন খবর নেই,
তুমি কি ভেবেছো চলে গেলেই বেঁচে যাবে?
বেঁচে যাবে শাররীক ভাবে, মনকি পুড়বেনা?
আমাকে সত্যি কারের ভালোবাসলে
তুমি ফেরারি আসামি হয়েই থাকতে পারবে?
আমি জানি,স্তব্ধতা একদিন শেষ হবে,
শেষ হবেনা কেবল, তোমার আমার অভিমান।।