ইরানে পোশাকের স্বাধীনতার দাবিতে চলা বিক্ষোভে নিহতের সংখ্যা ২শ’ ছাড়ালো। দেশটির মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, বিক্ষোভে এ পর্যন্ত প্রাণ গেছে ২০১ জন ইরানির। আহতের সংখ্যা কয়েক হাজার। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, হতাহতদের মধ্যে বিক্ষোভকারী, নিরাপত্তা বাহিনীর সদস্য থেকে শুরু করে সাধারণ পথচারীও রয়েছেন।
এদিকে, বিক্ষোভে অব্যাহত আছে বিভিন্ন পেশাজীবীদের যোগদান। সম্প্রতি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন বুশেহের, আসালুয়ে এবং আবাদান প্রদেশের তেল শ্রমিকেরা। এ সময় তারা সরকারের পতন এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম খামেনির মৃত্যু কামনা করেন।
এছাড়া রাজধানী তেহরানে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন আইনজীবীরা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও অব্যাহত আছে বিক্ষোভ প্রতিবাদ।
প্রসঙ্গত, ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে গেল ১৬ সেপ্টেম্বর মৃত্যু হয় ইরানি তরুণী মাহসা আমিনির। অভিযোগ ওঠে, নিরাপত্তা বাহিনীর নির্যাতনে মৃত্যু হয়েছে তার।