মোঃ সদরুল কাদির (শাওন), সাতক্ষীরা:: নিয়ন্ত্রণহীন ইজিবাইকের চাপে সাতক্ষীরা এখন যানজটের শহর। এতে ভোগান্তির শেষ নেই পৌরবাসীর। ইতোমধ্যে এ যানের সংখ্যা ছাড়িয়ে গেছে আনুমানিক ২ হাজার।
যার অধিকাংশ চালকদের কোনো ধরনের প্রশিক্ষণ নেই। ফলে যত্রতত্র পার্কিং, ট্রাফিক আইন ভঙ্গ, যানজটসহ ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খুলনা রোড মোড়, সঙ্গীতা মোড়, হাটের মোড়, পাকাপোল মোড়, কাটিয়া বাজারের সামনে, বাস স্ট্যান্ডের মুখে, নিউজ মার্কেট মোড়, কলেজ মোড়, সার্কিট হাউস মোড় সহ পৌর শহরের সকল রাস্তাঘাট থাকে ইজিবাইকের দখলে। অসহনীয় যানজট ছড়িয়ে পড়েছে মূল সড়ক থেকে অলিগলিতেও।
বিশেষ করে সাতক্ষীরা বড় বাজারে ইজিবাইকের কারনে সাধারণ পথচারীদের ভোগান্তির শেষ নেই। অপরদিকে ফুটপাত দখলের ফলে পথচারীদের হাঁটতেও কষ্ট হয়।আবার রাস্তায় নামলেন ইজিবাইক এর জন্য হাঁটা যায় না। এতে পৌর বাসী পরেছে মধুর সমস্যায়।
শেখ রাসেল মাহমুদ নামে এক পথচারী বলেন, ইজিবাইকের কারনে রাস্তা পারা ও হাঁটাও যায় না। ভোগান্তির শেষ নেই।
ঢাকা-সাতক্ষীরা, খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দূরপাল্লার বাস, ট্রাকের সাথে অটো-বাইক চালকরা প্রতিযোগিতা করতে গিয়ে অনেক যাত্রী এবং চালক নিজেই হয়েছেন গুরুতর আহত। কেউ কেউ আবার হয়েছেন পঙ্গু।
অন্যদিকে ব্যাটারিচালিত অটো-বাইকের সাথে যুক্ত হয়েছে ব্যাটারিচালিত ভ্যান। তাদের গতি আরও বেপরোয়া। এসব ভ্যান দুর্ঘটনার শিকার হলে যাত্রী পড়েন ছিটকে। ফলে এ যান থেকেও রেহাই নেই যাত্রীদের।
তাছাড়া পৌর কর্তৃপক্ষের কঠোর নজরদারি না থাকার ফলে এ পেশায় জড়িয়ে পড়ছে শিশুরাও। এ বাইকটি অন্য যে কোন যানবাহনের তুলনায় হাল্কা, সহজে ও মাটির রাস্তায় চালানো যায়।
এই যানজট নিরসনে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।