অনলাইন ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
আজ শনিবার (৮ অক্টোবর) সকালে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা উপপরিদর্শক স্বপন চন্দ্র দাস জানান, দুর্গাপূজায় টানা ৬ দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও যাত্রী পারাপার চলে। আর আজ শনিবার (৮ অক্টোবর) থেকে নিয়মিতভাবে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।