অনলাইন ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১২০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) ও ৮০ হাজার পিয়াস ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে এসব অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।
আজ শনিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় বিজিবি-২’র অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মো: ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে টেকনাফ উপজেলার খরংখালী এলাকা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে বহনকারী একটি নৌকা জব্দ করে। তারা তখন নাফ নদী পার হয়ে বেড়িবাঁধ এলাকার দিকে যাচ্ছিল। সন্দেহভাজন দুই চোরাকারবারি পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া বস্তা থেকে বিজিবি সদস্যরা ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ দশমিক ১২০ কেজি ক্রিস্টাল মেথ ও ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।
এছাড়া, শনিবার (৮ অক্টোবর) ভোর ৫টায় একই ইউনিয়নের চেকপোস্টে তল্লাশির সময় আরেক ব্যক্তি মোটরসাইকেল রেখে পালিয়ে যান। পরে মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকানো ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।