জোবায়ের আহমেদ, শেরপুর, বগুড়া প্রতিনিধি: সারা দেশে জাঁকজমকভাবে পালিত হচ্ছে হিন্দু ধর্মের বড় ধর্মীয় উৎসব “দুর্গা পুজা”। এরই ধারাবাহিকতায় বগুড়া শেরপুর উপজেলার পৌর শহরে করা হয়েছে অনেকগুলো পূজা মন্ডপ। গতকাল ৫ অক্টোবর (বুধবার) ছিলো তাদের প্রতিমা বিসর্জন।
এই প্রতিমা বিসর্জনের ঠিক আগ মূহুর্তে মন্ডপ থেকে প্রতিমা নামাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেলো রুপম কর্মকার জগো (৩২) নামের এক যুবকের। ঘটনাটি ঘটে উপজেলার পৌর শহরের “পূবালী সংঘ পূজা মণ্ডপে”। নিহত রুপম পৌরসভার উত্তর সাহাপাড়া এলাকার মৃত রঘুনাথ কর্মকারের ছেলে।
জানা যায়, পূজার মন্ডপে আলোকসজ্জা করতে যে বিদ্যুতের সংযোগ দেয়া হয় তাতে কিছু জায়গায় তারগুলো ঝুকিপূর্ণভাবে রাখা হয়। রুপম গতকাল বিকাল ৫ টায় মন্ডপ থেকে প্রতিমা নামানোর সময় সেই তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। উপস্থিত লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার বলেন, আইনি প্রক্রিয়া শেষ নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।