আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ফুটবল খেলাকে কেন্দ্র করে কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে দর্শকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এবং পদদলিত হয়ে কমপক্ষে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১ অক্টোবর) দেশটির পূর্ব জাভা প্রদেশের একটি স্টেডিয়ামে এ সহিংসতার ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমের বরাতে দেশটির পুলিশ এক বিবৃতিতে জানায়, গতকাল শনিবার রাতে পূর্বাঞ্চলীয় মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে ফুটবল ম্যাচে আরেমা ফুটবল ক্লাবের দর্শকরা পারসেবায়া সুরেবায়া দলের কাছে ৩-২ গোলে হেরে যাবার পর মাঠে নেমে পড়ে। পুলিশ এসময় দাঙ্গা নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোঁড়ে যার ফলে হুড়োহুড়ি করতে গিয়ে পদদলিত ও দমবন্ধ হয়ে মারা যান ১৭৪ জন। স্টেডিয়ামের ভিতরে মারা যান ৩৪ জন আর বাকীরা মারা যান হাসপাতালে। নিহতদের মধ্যে দুজন পুলিশও সদস্যও রয়েছেন।
নিরাপত্তা বাহিনী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কয়েক হাজার দর্শক একসঙ্গে স্টেডিয়ামে জোর করে ঢুকে পড়ে এবং পরস্পরের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়।
দেশটির মুখ্য নিরাপত্তা মন্ত্রী বলেন, স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩৮ হাজার হলেও, এতে আরও চার হাজার দর্শক বেশি প্রবেশ করে।
এদিকে, এ ঘটনায় ইন্দোনেশিয়ার ফুটবল লিগ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এবং আরেমাকে বাকি মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সরকার পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়ে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, ১৯৬৪ সালে লিমাতে পেরু-আর্জেন্টিনা অলিম্পিক বাছাইপর্বের ম্যাচের সময় পদদলিত হয়ে ৩২০ জনের মৃত্যু হয়েছিল। এরপর ১৯৮৫ সালে বেলজিয়ামের ব্রাসেলসের হেইসেল স্টেডিয়ামে একটি প্রাচীরের সঙ্গে ফুটবল ভক্ত-দর্শকরা পিষ্ট হয়ে ৩৯ জন মারা যান।