আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলমান অধ্যুষিত অঞ্চলের এক কোচিং সেন্টারে এক আত্মঘাতী সন্ত্রাসীর বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন এবং তারা হাজারা গোত্রের শিয়া মুসলমান।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, কাবুলের দাশতি বারচি এলাকার একটি কোচিং সেন্টারের ভেতর শুক্রবার সকালে এ বিস্ফোরণ ঘটে।
কাবুল পুলিশের মুখপাত্র খালেদ জাদরান জানিয়েছেন, কোচিং সেন্টারটিতে শুক্রবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরীক্ষামূলক টেস্ট নেয়া হচ্ছিল।
প্রসঙ্গত, হাজারাসহ আফগানিস্তানের শিয়া মুসলমানরা প্রায়ই দায়েশ বা আইএস নামক সন্ত্রাসী গোষ্ঠীর হামলার শিকার হচ্ছেন। সন্ত্রাস দমনের ব্যাপারে তালেবানদের প্রতিশ্রুতি সত্ত্বেও আফগানিস্তানের নানা অঞ্চলে গোত্রীয় ও ধর্মীয় কর্তৃত্বকামী সন্ত্রাসী হামলা ক্রমেই বাড়ছে। এর এক বড় কারণ হচ্ছে তালেবানদের হাতে আফগানিস্তানের সর্বময় ক্ষমতার একচেটিয়া নিয়ন্ত্রণ। দায়েশ বা আইএস এক্ষেত্রে তালেবানদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী।