ভোলা জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম :- ভোলার মনপুরা উপজেলার চর কালকিনির চর নিজামে পর্যটকদের ভীড় দেখা গেছে। বিশেষ করে ছুটির দিন গুলোতে পর্যটকগন ছুটে আসেন অপরুপ লীলাভূমি চর নিজামে। চর নিজামের মূল আকর্ষণ হচ্ছে সরাসরি হরিণ দেখা। শুধু দেখা দিয়েই শেষ নয় পর্যটকরা হরিণ নিয়ে খেলা করতেও দেখা যায়।
চরফ্যাশন হতে আসা পর্যটক ইকবাল হোসেন বলেন, সে তার পরিবার নিয়ে চর নিজামে ঘুরতে এসেছে এমনকি তার সন্তান নিজের হাতে হরিণ কে পাতা খাওয়াচ্ছে।
হরিণ লোকালয়ে আসলে তাদের অনেক বেশি সুন্দর দেখায়। হরিণের শরীরে হাত দিয়ে আদর করা যায়।
জেলা বন বিভাগের কর্মকর্তা খলিলুর রহমান বলেন,এ সময় নদীর পানি লোনা থাকে, যার ফলে হরিণগুলো মিঠা পানির খোঁজে লোকালয়ে চলে আসে। তাই তাদের তাড়া না করে তাদের মত করে চলতে দেওয়া উচিত। তাহলে তাদের মধ্যে ভয়ভীতি থাকবে না।
মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ বশির আহমেদ বলেন, পুরো মনপুরাটাই পর্যটক এলাকা।এখানকার সব জায়গাই অনেক আনন্দ দায়ক ও দেখার মত একটি জায়গা।
মনপুরা থানার ওসি মোঃ ফোরকান আলী হাওলাদার বলেন, চর নিজামে আলাদা ভাবে পুলিশ প্রশাসন রয়েছে। পর্যটকদের সার্বিক সহযোগিতা করার জন্য তারা কাজ করে যাচ্ছে।