হুমায়ুন কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ওসি এসএম জাহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।
এ ছাড়াও সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতা,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- ইন্দ্রজিৎ সাহা।আরো বক্তব্য দেন- পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ভেটেরিনারি কর্মকর্তা মৌসুমি আকতার, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে স্থানীয় পর্যটন শিল্পের উন্নয়নে রাণীশংকৈলের ঐতিহ্যবাহি রাজবাড়ি, জগদলের জমিদার বাড়িসহ অন্যান্য পর্যটনস্থলকে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কথা ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।