কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক সেবন, মানব পাচার, চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় বালারহাট আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ফুলবাড়ী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন।
এ সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাছেন আলী, ফুলবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাসিবুর রহমান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায়, নাওডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা উমর আলী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, মিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বালারহাট আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার, শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার, শাহবাজার এ এইচ সিনিয়র ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাশেম সরকার, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, ফুলবাড়ী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা, ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ প্রমুখ বক্তব্য রাখেন।