তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে বালুমহাল থেকে উত্তোলিত বালু পরিবহনের দায়ে মোঃ সেলিম উদ্দিন নামে এক পিকআপ ভ্যান চালককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, অবৈধভাবে বালুমহাল থেকে উত্তোলিত বালু পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা মোতাবেক পিকআপ ভ্যান চালককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদান করে ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এই অভিযানে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো: মাসুক সহ একদল পুলিশ সহযোগিতা করেন। এই অবৈধ বালুমহাল ইজারা বহির্ভূত কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিনিয়ত এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক জাহাঙ্গীর হোসাইন।