বিনোদন ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খানের ফ্যাশন ব্র্যান্ড ‘বিং হিউম্যান’ ক্লোদিং-এর শাখা উদ্বোধন হলো রাজধানীর বনানীতে। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় এই শাখার উদ্বোধন করেন সালমানের ছোট ভাই সোহেল খান।
গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় সালমান খান বলেন, ‘হাই বাংলাদেশ। তোমাদের জন্য বড় একটি সুখবর আছে। তা হচ্ছে ‘বিইং হিউম্যান ক্লথিং’ ঢাকার বনানীতে চালু হতে যাচ্ছে।’
তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে বনানীর আউটলেটে হাজির হন সোহেল খান। এর আগে শো রুমের সামনে নেচে গেয়ে সোহেলকে অভ্যর্থনা জানানো হয়। এরপর ফিতা কেটে শোরুম উদ্বোধন করেন তিনি। সোহেল খান বলেন, বিয়িং হিউম্যান ক্লোদিং চ্যারিটির একটি অংশ। যদি ভালো সাড়া পাওয়া যায় তাহলে ঢাকায় আরও কিছু শাখা করার ইচ্ছা আছে। আমরা এটাকে পৃথিবীজুড়ে ছড়িয়ে দিতে চাই।
ঢাকায় আসার অনুভূতি নিয়ে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অসাধারণ লাগছে। বিশেষ করে মানুষের মুখে হাসি আর উচ্ছ্বাস দেখে সবাইকে সুখী মনে হচ্ছে। তারচেয়ে বড় কথা, সবাইকে দেখে মনে হচ্ছে তারা প্রত্যেকেই সালমানের ‘বিইং হিউম্যান’ এর আউটলেট উদ্বোধনের অংশীদার। আমি এখানে আসার আগে খুব নার্ভাস ছিলাম। মনে মনে ভাবছিলাম, ‘বিইং হিউম্যান’কে বাংলাদেশের মানুষ কীভাবে গ্রহণ করবে! কিন্তু সবার এই উচ্ছ্বাস ও সতস্ফূর্তভাবে তাকে গ্রহণ করায় সব শঙ্কা কেটে গেল!’
এছাড়া, উদ্বোধনী অনুষ্ঠানে সোহেল খানের সঙ্গে হাজির ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।
উল্লেখ্য, ‘বিং হিউম্যান’ ক্লোদিং মূলত সালমান খানের ফাউন্ডেশন বিং হিউম্যানের একটি অংশ। ফাউন্ডেশনটি চালু হয় ২০০৭ সালে। এটি একটি নিবন্ধিত দাতব্য ট্রাস্ট এবং সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কাজ করে। এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে ৫০০ বেশি আউটলেট রয়েছে।