বিনোদন ডেস্কঃ শ্যাম বেনেগাল নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে প্রতীক্ষায় আছে সিনেপ্রেমী দর্শক। এরইমধ্যে প্রকাশিত হয়েছে ট্রেলার। সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবে, এ নিয়ে সিনেমা সংশ্লিষ্টরাও কিছু বলছেন না। তবে গতকাল বুধবার ( ১৪ সেপ্টেম্বর) চলচ্চিত্রটি নিয়ে কথা বলেছেন মুজিব কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে উঠে এসেছে সিনেমাটির মুক্তির বিষয়টিও।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত মুক্তি প্রতীক্ষিত ‘মুজিব’ চলচ্চিত্র নিয়েও কথা উঠে। এসময় প্রধানমন্ত্রী ‘মুজিব’ এর মুক্তি প্রসঙ্গে বলেন, ‘বর্তমানে চলচ্চিত্রটির এডিটিংয়ের কাজ চলছে। এডিটিং সম্পন্ন হলে আমরা একটা ভালো সময় চিন্তা করছি। সেভাবেই এটা আসবে।’
‘মুজিব’ চলচ্চিত্রটি নিয়ে বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, চলচ্চিত্রটির মূল শুটিং ঢাকায় হওয়ার কথা ছিলো। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হয়নি। তারপর তো বেশিরভাগ শুটিং মুম্বাইতে করা হলো। এরপর কিছুটা ঢাকায় করে। গেল কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব’ এর ট্রেলার উন্মোচন হয়েছে। যা অনলাইনে আসার পর সিনেমাপ্রেমীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে সমালোচনাও করছেন।
এ বিষয়ে তিনি বলেন, ট্রেলারটা যদি গ্রহণযোগ্য না হতো, তাহলে ফ্রান্সে কান ফেস্টিভাল কোনদিন কিন্তু গ্রহণ করতো না। কাজেই এর কোয়ালিটি নিয়ে এখানে অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু এ কথাটাও আপনাদের বিবেচনা করতে হবে যে, কান উৎসব কিন্তু যা তা গ্রহণ করে না বা তাদের এখানে দেখাতে দেয় না।’
এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়েছে, আসলে ৭ মার্চের ভাষণে জাতির পিতাকে ওইভাবে দেখার পর, সেটাকে অভিনয় করে দেখালে এটা নিতে অনেকের একটু কষ্ট হয়—এটা হলো সমস্যা। এটা যখন সিনেমা হবে, তখন কেউ না কেউ তো এটাতে অভিনয় করতে হবে। আর সেভাবে করার চেষ্টা করতে হবে, এবং আমি তো মনে করি যেটুকু করেছে চমৎকার করেছে। ট্রেলার কানে যাওয়ার আগে আমাকে পাঠানো হয়েছিল। আমি দেখেছি, যেখানে যেখানে সংশোধন দেওয়ার দিয়েছি। ঠিক করার পর সেটা কানে নিয়েছে।’
এরপর প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন ‘মুজিব’ চলচ্চিত্রে অভিনয় করা অভিনয়শিল্পীদের। তিনি বলেন, ‘এখানে যারা অভিনয় করেছেন, তারা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছেন।’ বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। তিনি ছাড়াও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ বাংলাদেশ ও ভারতের আরও অনেক নামিদামি তারকারা এতে অভিনয় করেছেন।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ সম্পন্ন হয়। ঢাকায় শেষভাগের দৃশ্যধারণ হয় গত নভেম্বর থেকে।